Google Core Update 2023 । গুগল কোরি আপডেট ২০২৩

আমরা সকলেই জানি গুগলের নতুন আপডেট এসেছে। এই আপডেটেড নাম হচ্ছে গুগল কোরি আপডেট। এই আপডেটটি আসার কারণে অনেকের ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে। যাদের ওয়েবসাইট আগের ব্যাংকে ছিল এখন আর তাদের ওয়েবসাইট ব্যাংকে আসতেছে না ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। এবং তাদের ভিউয়ার্স আসতেছে না। এবং google এ আপডেটের নাম দিয়েছে সেপ্টেম্বর হেল্পফুল কনটেন্ট।
Google Core Update 2023

আমরা এই আর্টিকেলটির মাধ্যমে জানবো এই নতুন আপডেট কি। এবং এই আপডেটটি কাদের ওয়েবসাইটে ইফেক্ট করতে পারে।

এখন আমরা এই আর্টিকেলটির মাধ্যমে সেপ্টেম্বরে লঞ্চ হওয়া গুগলের হেল্পফুল কনটেন্ট এর বিষয়ে আলোচনা করছি।

Google গত বছরের 18 আগস্ট ২০২২ সালের একটি নতুন আপডেট লঞ্চ করেছিল। যেটা সব ওয়েবসাইটের কনটেন্ট এর কোয়ালিটি চেক করে। কিন্তু এই আপডেটটি আর্টিকেলের ফ্রেশ্নেস reliance বেশ চেক করতো না। শুধু সেটার হেল্পফুলনেস চেক করতো। এর মানে হচ্ছে কোন কনটেন্ট কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এমন যে এটা কতটুকু ইউজারদের জন্য এবং কতটুকু সার্চ ইঞ্জিনের জন্য।

যখন আমরা আমাদের আর্টিকেলে কোন ওয়েবসাইটে প্রকাশ করি তখন এটার মেজর পারপাস হয় যে গুগল আর্টিকেলটি গুগল সার্চ ইঞ্জিনে র‍্যাংক করানো। google এটা খুব ভালোভাবে জানে কিন্তু আমরা যখনই google এর সার্চ রেজাল্ট এর based এ কোন কনটেন্ট লিখে তখন সেই কনটেন্ট গুলো ইউজারের জন্য মানে রিয়েল হিউম্যানের জন্য হেলথ ফুল হয় না।

আর google এই আপডেটের দ্বারা এমন ওয়েবসাইট কে পানিশমেন্ট দিতে চাই যে ওয়েবসাইট গুলোর আসল উদ্দেশ্য হলো গুগল সার্চ ইঞ্জিনে সবার প্রথমে আসা শুধুমাত্র এসইওর জন্য যে আর্টিকেলগুলো লেখা হয়। যেমন কিওয়ার্ড যোগ করা এবং ক্যাপশন যোগ করা এবং অল্ড অ্যাট্রিবিউট ইউজ করে যাতে করে সে গুগল সার্চ ইঞ্জিনে ভালোভাবে রেংক করতে পারে।

কিন্তু তারা এটা জানতে চায় না তাদের আর্টিকেলটি এ জাতির জন্য কতটা হেল্পফুল। এই নতুন আপডেটের আসল উদ্দেশ্যই হচ্ছে আপনার আর্টিকেলটি অবশ্যই হতে হবে For the people By the people হতে হবে। এর মানে হচ্ছে এটি অর্গানিকভাবে লেখা হয়েছে এবং রিয়েল হিউম্যান এর জন্য লেখা হয়েছে।

ডিসেম্বর ২০২২ এ যখন হেল্পফুল কনটেন্ট আপডেট এর নাম পরিবর্তন করে এর নাম হেল্পফুল কনটেন্ট সিস্টেম দেয় তখন তাদের গাইডলাইনের কিছু পরিবর্তন আনে।

এবং তারা এটি গ্রহণ করে যে আপনার কনটেন্টটি এআই লিখছে নাকি অর্গানিক ভাবে একজন মানুষ লিখছে এটা দ্বারা কোন কিছু যায় আসে না। এটা নির্ভর করে আপনার আর্টিকেলটি অবশ্যই ইউজার ফ্রেন্ডলি এবং নিখুঁত হতে হবে।

আর্টিকেলটি অবশ্যই রিয়েল হিউম্যান দের জন্য হতে হবে এবং যদি আপনার আর্টিকেলটি যদি এআই লিখে থাকে তাহলে সে আর্টিকেলটিকে অবশ্যই রিয়েল হিউম্যান দের জন্য তৈরি করতে হবে এবং এআই দ্বারা লিখিত আর্টিকেল কে অবশ্যই মডিফাই করে আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এবং এআই দ্বারা কন্টাক্ট লেখার পর সেই কনটেন্টটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কনটেন্টটি রিয়েল হিউম্যান দের জন্য যেন হয়। তাহলে আপনার সেই কনটেন্ট টি রেঙ্ক হতে পারে।

এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গুগল যদি ধরতে পারে যে আপনার ওয়েবসাইটে ২০০ পোস্ট স্প্যাম পোস্ট এবং যে পোস্টগুলি লেখা হয়েছে শুধু সার্চ র‌্যাঙ্কে আসার জন্য, এবং আপনার ওয়েবসাইটে এমন আরও ২০০ টি পোস্ট আছে যে পোস্টগুলো ইউজার ফ্রেন্ডলি এবং নরমাল হিউম্যান দের জন্য এবং আপনার সেই পোস্টগুলি হেল্পফুল।

তাহলে এখানে আপনার আনহেল ফুল পোস্টগুলিও ডাউন হবে এবং যে পোস্টগুলি হেল্পফুল সেই পোস্টগুলি ডাউন হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সকল পোস্ট চেক করা উচিত। যখনই হেল্পফুল ফেক্ট কোন ওয়েবসাইটে পড়ে তখন তার র‍্যাঙ্ক এবং পজিশন সবকিছুই ধীরে ধীরে ডাউন হতে থাকে। তখন রিং সিগন্যাল চেনা টাপ হেয়ে যায়।

কিন্তু আপনি যদি চিনতে পারেন যে আপনার ওয়েবসাইটে হেল্পফুল ইফেক্ট পড়েছে। তাহলে আপনার ওয়েবসাইটের সকল আন হেল্পফুল কনটেন্টগুলো আপনার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা উচিত।

এখানে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার পোস্টগুলি হঠাৎ করে রেঙ্কে আসবেনা। দ্যাট ইজ দ্যা ওয়েটেড সিগন্যাল। আপনি যদি সেই হেল্পফুল কন্টেন্টগুলো সরিয়ে ফেলেন তাহলে আপনার ওয়েবসাইটটি খুব দ্রুত র‌্যাংক করবে।

এবং আপনার ওয়েবসাইটে আন হেল্পফুল কনটেন্ট যদি থাকে তাহলে আপনার ওয়েবসাইট এবং আপনার আর্টিকেলগুলো পোস্টগুলো ডাউন হয়ে যাবে।

তাই গুগলের এখানে এডভাই আপনার ওয়েবসাইটে যেগুলা আন হেল্পফুল পোস্ট বা কনটেন্ট রয়েছে সেগুলো ডিলিট করতে হবে। অথবা আপনার ওয়েবসাইটে থাকা আনহেল্পফুল পোস্টগুলিকে নো ইনডেক্স করে দিতে হবে।

আপনার ওয়েবসাইটে যদি এমন পোস্ট থাকে যেগুলা শুধু গুগল সার্চ ব্যাংকে প্রথমে আসার জন্য লিখেছেন তাহলে সে পোস্টগুলো মোডিফাই করুন এবং নতুন করে আবার পাবলিশ করুন।
লেখক এর মন্তব্য
আপনার এই পোস্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও এই পোস্টটি পড়ে উপকৃত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url