জিমেইল একাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ - কিভাবে জিমেইল একাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করব

আমাদের নিত্যনতুন জীবনে অনেকেই জিমেইল ব্যবহার করে থাকি প্রতিনিয়ত। অনেক কাজের ক্ষেত্রে অনেক জনকে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে দেন। এবং পরবর্তীতে আপনি চান না যেন আবার সে আপনার জিমেইল একাউন্টে লগইন করতে পারে এজন্য আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ
আমরা পোস্টের মাধ্যমে আলোচনা করেছি জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আপনি যদি খুব সহজেই আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন।

সূচিপত্রঃ 

জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন এর নিয়ম

আপনি যদি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনি যে জিমেইল থেকে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে সেই জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। চলুন তাহলে ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ল্যাপটপ বা কম্পিউটার থেকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে আপনি যদি আপনার জিমেইল পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপে অবশ্যই সেই চ্যানেলটি লগইন থাকতে হবে। অথবা লগইন না থাকলে আপনি লগইন করে নিন।

১ম ধাপ

এরপর বাম কনে আপনার জিমেইল প্রোফাইলের ছবির উপরে ক্লিক করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

২ ধাপ

এরপর আপনার ইমেইল প্রোফাইলের নিচে ম্যানেজার গুগল একাউন্ট এ ক্লিক করুন। click manage your google account

৩ ধাপ

এরপর বাম সাইডে Home বাটনের নিচে personal info বাটনে ক্লিক করুন
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৪ ধাপ

এরপর নিচে স্করল ডাউন করে পাসওয়ার্ড password লেখা খুঁজে বের করুন। click password >
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৫ ধাপ

এরপর ভেরিফাই করার জন্য আপনার জিমেইল পাসওয়ার্ড বসিয়ে নিচে থাকা Next বাটনে ক্লিক করুন
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৬ ধাপ

এরপর New Password এবং confirm Password আপনার মনের মতো একটা বসান। যে পাসওয়ার্ড টি আপনি বসাতে চান সেই পাসওয়ার্ড টি সেখানে বসিয়ে next বাটনে ক্লিক করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

মোবাইল থেকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

মোবাইল থেকে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম প্রায় নিয়ম কিছুটা উপরে দেখানোর নিয়মের মতো ল্যাপটপ কিংবা কম্পিউটারে যেভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা হয় ঠিক সেভাবে।

১ ধাপ

প্রথমে আপনি আপনার ফোন থেকে জিমেইল এপ্সটি ওপেন করুন এবং সবার ডান কোনে আপনার জিমেইল প্রোফাইল আইকনে ক্লিক করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

২ ধাপ

এরপর আপনার সামনে নিচের ছবিতে দেওয়া আছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি সেখান থেকে গুগল একাউন্ট Google Account এ ক্লিক করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৩ ধাপ

এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে Home বাটনের ডান পাসে personal info বাটনে ক্লিক করুন এরপর নিচে স্করল ডাউন করে পাসওয়ার্ড লেখা খুঁজে বের করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৪ ধাপ

এরপর ভেরিফাই করার জন্য আপনার জিমেইল পাসওয়ার্ড বসিয়ে নিচে থাকা Next বাটনে ক্লিক করুন
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

৫ ধাপ

এরপর New Password এবং confirm Password আপনার মনের মতো একটা বসান। যে পাসওয়ার্ড টি আপনি বসাতে চান সেই পাসওয়ার্ড টি সেখানে বসিয়ে next বাটনে ক্লিক করুন।
জিমেইল একাউন্ট  পাসওয়ার্ড চেঞ্জ

শেষ কথা

জিমেইল একাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করা একেবারে সহজ। আমরা এতক্ষণ জানলাম কিভাবে জিমেইল একাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করা যায় তার ধাপগুলো সম্পর্কে।


আপনার কাছে যদি আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছে আমাদের এই পোস্টটি শেয়ার করবেন। যাতে করে আপনার বন্ধু বান্ধব পোস্টটি পড়ে উপকৃত হতে পারে ধন্যবাদ।

এই ওয়েবসাইট এর কোন লেখা বা কোন কনটেন্ট কপি করে কিংবা পরিবর্তন করে অন্য কোথাও প্রকাশ করার চেষ্টা করবেন না এটি আইনত দণ্ডনীয় অপরাধ যদি এটি করার চেষ্টা করেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নিতে পারি আইনঃ DMCA

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url