মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান - মেট্রোরেল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রিয় পাঠক আপনি কি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান বা মেট্রোরেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর খুজছেন? আপনি যদি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনারা অনেকেই রয়েছেন যারা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অথবা জানার কারণেই জানতে চান তাদের জন্য এই নিবন্ধনটি।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
আপনাদের সুবিধার্থে আমি এক কথায় কয়েকটি সাধারণ জ্ঞান আপনাদের সামনে উপস্থাপন করেছি। নিম্নলিখিত মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো খুবই গুরুত্বপূর্ণ।

সূচিপত্রঃ মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

ইভিভিটিভি

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান বর্তমান সময়ে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান হিসেবে এই নিম্নলিখিত প্রশ্নগুলি আসতে পারে। তাহলে চলুন দেখে নেয়া যাক মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান।
১. মেট্রোরেলের অফিসিয়াল নাম - Mass Rapid Transit (MRT) line-6 ।
২. মেট্রোলের দৈর্ঘ -২০.১ কিমি।
৩. চলাচল করবে - উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
৪. মেট্রোরেল উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর ২০২২।
৫. মেট্রোরেল উদ্বোধন করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬. মেট্রোরেলের প্রথম যাত্রী - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


৭. মেট্রোরেলের যাত্রী পরিবহনের জন্য খুলে দেওয়া হয় - ২৯ ডিসেম্বর ২০২২।
৮. প্রথম পর্যায়ের চলাচল শুরু হয় - দিয়াবাড়ি ( উত্তরা, উত্তর) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত।
৯. দিয়াবাড়ি (উত্তরা উত্তর) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ অংশের দৈর্ঘ্য -১১.৭৩ কিলোমিটার।
১০. আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হয় - শনিবার (৪ নভেম্বর ২০২৩) দুপুর ২ টা ৪০ মিনিটে।
১১. মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চালু হবে - ২০২৫ সালে।
১২. মেট্রোরেলের পিলার সংখ্যা - ৩৭৭টি।
১৩. মেট্রোরেলের স্পেন সংখ্যা - ৩৭৬ টি।
১৪. মেট্রো রেল চলবে - বিদ্যুৎ শক্তির সাহায্যে।
১৫. দেশের প্রথম মেট্রোরেল চালু হয় যে লাইনে -এমআরটি লাইন-৬।
১৬. নির্মাণ কাজ উদ্বোধন করা হয় - ২৬ জুন ২০১৬ সালে।
১৭. মেট্রোরেল এর-দৈর্ঘ্য-২০.১০ কিলোমিটার ( উত্তরা থেকে মতিঝিল)।
১৮. মেট্রোলের এর-দৈর্ঘ্য- ২১.২৬ কিলোমিটার ( উত্তরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন)।
১৯. MRT- এর পূর্ণরূপ- Mass Rapid Transit.
২০. মেট্রোরেল-এর প্রকল্পিত ব্যয় - ২১,৯৮৫.০৭ কোটি টাকা।
২১. মেট্রোরেলের নির্মাণে জাপান সরকার দেয় - ১৬,৫৯৪.৫৯ কোটি টাকা।
২২. মেট্রোরেল নির্মাণে বাংলাদেশ সরকার দেয় - ৫,৩৯০.৪৮  কোটি টাকা।
২৩. মেট্রোরেল এর কোচগুলো নির্মাতা- জাপানের কাওয়াসিক-মিতসুবিশি কনসোটিয়াম।
২৪. চলাচলের সময় - প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।
২৫. প্রতিটি স্টেশনে ট্রেন অবস্থান করবে - ৪০ সেকেন্ড ধরে।
২৬. মেট্রো রেল স্টেশন সংখ্যা - 17 টি।
২৭. মেট্রোরেলের স্টেশন গুলোর নাম - উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০. ২৮. কাজীপাড়া. শেওড়াপাড়া. আগারগাঁও. বিজয় সরণি. ফার্মগেট. কাওরান বাজার. শাহবাগ. ঢাকা ২৮. ২৯. বিশ্ববিদ্যালয়. বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
৩০. ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে - ৪০ মিনিট।
৩১. মেট্রোরেল এর গতিবেগ ঘন্টায় - সর্বোচ্চ ১১০ কিমি।
৩২. মেট্রোরেলের বিদ্যুৎ দরকার হবে ঘন্টায় - ১৩.৪৮ মেগাওয়াট।
৩৩. যাত্রী সেবা - প্রতি ঘন্টায় চলাচল করবে ৬০০০০ যাত্রী।
৩৪. প্রতিটি কামরা হবে - শীতাতপ নিয়ন্ত্রিত।
৩৫. মেট্রোরেল চালু হবে - ২০২২ সালে।
৩৬. মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব রয়েছে - ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ( DMTCL)।

 
৩৭. মেট্রোরেলে সহায়তা দিবে - জাইক (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)।
৩৮. DMTCL কার মালিকানাধীনবাংলাদেশ সরকার
৩৯. দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিক প পরীক্ষামূলক চলাচল শুরু হয় - ২৯ আগস্ট ২০২১ সালে।
৪০. প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল করায় - ১২ ডিসেম্বর ২০২১।

লেখকের মন্তব্য

আমরা এতক্ষণ আলোচনা করলাম মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান বা মেট্রোরেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। এ বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা প্রত্যেকের কমেন্টে রিভিউ করি। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রতিদিন আপডেট করে থাকি আপনি যদি এরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আপনি যদি উপরোক্ত এই কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর মনে রাখতে পারেন সে ক্ষেত্রে আপনি খুব সহজেই যে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন। কারণ উপরোক্ত সাধারণ জ্ঞানগুলিতে প্রায় সব ধরনেরই তথ্যই তুলে ধরা হয়েছে। এর ব্যতিরেক আপনি বাইরে আর কোন তথ্য পাবেন না অন্য কোন সাধারণ জ্ঞানের বইগুলোতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • 26382parvez
    26382parvez July 11, 2024 at 12:43 PM

    অসংখ্য ধন্যবাদ☺

  • EMON
    EMON October 11, 2024 at 9:53 AM

    আমি এই রকম প্রশ্ন এবং উত্তরই খুঁজছিলাম, ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url