অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম - বাংলা অ ধ্বনির উচ্চারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম বা বাংলা অ স্বরধ্বনি উচ্চারণ নিয়ম খুঁজছেন? আপনি যদি অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম খুজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। মানুষের মনের ভাব প্রকাশের জন্য ভাষা একটি খুবই গুরুত্বপূর্ণ। এবং কোন চাকরির পরীক্ষায় কিংবা যে কোন শ্রেণীর জন্য এই অ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ।
অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম
আপনাদের কথা চিন্তা করেই আমি অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম বা অ ধ্বনি উচ্চারণের খুঁটিনাটি বিষয়ে তুলে ধরেছি আজকের এই নিবন্ধনটির মাধ্যমে।

সূচিপত্রঃ অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম - বাংলা স্বরধ্বনি উচ্চারণের নিয়ম

ইভিভিটিভি

শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা

শুদ্ধ উচ্চারণ একটি ভাষার অপরিহার্য উৎপাদন ও সৌন্দর্য। নিচে এর প্রয়োজনীয়তা গুলো আলোচনা করা হলো। যথাঃ
  • শুদ্ধ উচ্চারণ ছাড়া অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
  • সঠিক মনোভাব প্রকাশে শুদ্ধ উচ্চারণ প্রয়োজন।
  • আঞ্চলিক পরিহার করার জন্য।
  • উচ্চারণ সূত্রসমূহ জানার প্রয়োজন।
  • প্রতিটি ধনীর আলাদা উচ্চারণ জানা ও মধুর্য সম্পর্কে জ্ঞান অর্জন।
  • প্রতিনিয়ত উচ্চারণে অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণ উপভাষা চর্চা করা।
  • প্রমিত বাচন ভঙ্গিগতে কথা বলা।
  • ভাষার শ্রুতি সৌন্দর্য বজায় রাখা।

অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম

১: সূত্র: আদ্য ‘অ’
শব্দের আদিতে যখন ‘অ’ থাকে ( স্বাধীনভাবে ব্যঞ্জনযুক্ত )সেই ‘অ’ - এর পরে ‘ই-কার (উ/ঈ),উ-কার ( উ/ঊ), ঋ, ক্ষ, য-ফলা,জ্ঞ থাকলে পূর্বের আকার > ও-কার হবে। যেমন : আ + ই = ও - মতি > মোতি; অনুপূপ-িগতি, রিত, পতি, সবিত, কবিতা, ছবি, রবি, কলিকাতা ইত্যাদি।

অ + ঈ = ও - গভীর > গোভীর; অনুরূপ- গম্ভীর,পরিক্ষা, মানীষ, অতীত, শরীর, সতী, বতী ইত্যাদি।
অ + উ = ও - অুনশীলন > ওনুশীলন; অনুরূপ, তবু, অনুমান, কভু, তরু, বকুল , ইত্যাদি।
অ + ঊ = ও - বধূ > বওধূ; অনুরূপ-মরুদ্যান, ময়ূর, কটুক্তি ইত্যাদি।
অ + ‍ঋ = ও - বক্তৃতা, কর্তৃপক্ষ, মসৃণ। ( ঋ =কার থাকলে অ -কারের বিকাশ ঘটে)।
অ + ক্ষ = ও - লক্ষ, কক্ষ, দক্ষ. রক্ষা, পক্ষ, বক্ষ, ইত্যাদি।
অ + য-ফলা = ও - কথ্য, পথ্য, তথ্য, অভ্যন্ত, কল্যাণ, অত্যাচার ইত্যাদি।
অ + জ্ঞ = ও - যাগযজ্ঞ ।

২. ক্ষ - তে য - ফলা যুক্ত হলে অ > ও হয়। যেমনঃ লক্ষন (লোক্ষ্যণ), পক্ষ্মলোম (পোক্ষ্যলোম), যক্ষ্য (যোক্ষ্যা)।

৩. শব্দের প্রথমে ‘র’ ফলা যুক্ত অ > ও হয়। যেমনঃ প্রভাত, ব্রত, শ্রম, ভ্রমণ, ভ্রম, দৃষ্টা ইত্যাদি।

৪. রেফ থাকলে অ > ও হয়। যেমনঃ পর্যন্ত (পোর্যন্ত), পর্যায়, পর্যালোচনা, পর্যবেক্ষণ, চর্যাপদ, মর্যাদা, পর্যটন ইত্যাদি।

৫. একাক্ষর বিশিষ্ট শব্দের শেষে ‘ন’ থাকলে অ > ও হয়। যেমনঃ মন (মোন), বন (বোন) ইত্যাদি।

বাংলা অ ধ্বনির উচ্চারণ

বাংলা অ-এর উচ্চারণ সাধারণত দুই প্রকার, যেমনঃ
  1. স্বাভাবিক
  2. বিকৃতি উচ্চারণ

অ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ

ক. স্বপ্নের আদি না-বোধক ‘অ’ স্বাভাবিকভাবে উচ্চারিত হয়; যেমনঃ আশোভন, অমনোযদী, অচল, অপূর্ব ইত্যাদি।

খ. শব্দের মধ্যে অ-ধ্বনির পরে যদি অ-ধ্বনি থাকে তাহলে অ-ধ্বনি স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, যেমনঃ অমানিশা, বলা, কলা,চলা ইত্যাদি।

গ. শব্দের মধ্যে বা অন্তের অ-কারেরর পূর্ভে যদি ঋ, এ, বা ঐ ধ্বনি যুক্ত হলে সে অ-কার স্বাভাবিক ভাবে উচ্চারিত হয়। যেমনঃ দেব, ধৈর্য ইত্যাদি।

অ-ধ্বনি বিকৃত উচ্চরণ

ক. শব্দের আদিতে ব্যবহৃত অ-ধ্বনির পরের ব্যঞ্জনের যদি ই, ঈ, উ বা ঊ যুক্ত হয় তাহলে পূর্ববর্তী অ-ধ্বনির উচ্চারণ ও-কারের মত হয়; যেমনঃ অতুল (ওতুল), অঙ্গীকার (ওঙ্গীকার), অতিকয় (ওতিকায়) ইত্যাদি।

খ. শব্দের মধ্যে সংযুক্ত বর্ণ থাকলে এবং তাতে অ-কার ধ্বনি যুক্ত হলে সে অ-ধ্বনি ও কারের মতো উচ্চরিত হয় যেমনঃ কলঙ্ক (কলোংক), ধর্ম (ধরমো), স্তব্ধ (স্তবধো) ইত্যাদি।

গ. চলিত বাংলায় পদের অন্তস্থিত অ-কার উচ্চারিত হলে তা ও-কারের মতো উচ্চরিত হয়। যেমনঃ বড় (বড়ো), ছোট (ছোটো) কাল (কালো) ইত্যাদি।

ঘ. শব্দের মধ্যে অ-যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে সে অ-ধ্বনি ও - কাররের মতো উচ্চারিত হয়। যেমনঃ সরস ( সরোস) পিতল (পিতোলি), সকল (সকোল), নকল (নকোল) ইত্যাদি।

ঙ. কতগুলো ন-কারান্তবিশিষ্ট শব্দে-ধ্বনি ও -কারের মত উচ্চরিত হয়। যেমনঃ বন (বোন), মন (মোন), ধন (মোন), ধন (ধোন), পণ (পোণ) ইত্যাদি।

অ ধ্বনির উচ্চারণ

’অ’; ধ্বনি কোথাও কোথাও ‘অ’ রূপে, কোথাও ‘ও’ রূপে উচ্চরিত হয়। অবস্থানভেদে ‘অ’ ধ্বনি উচ্চারণের ‍তিনটি সূত্র রয়েছে। যেমনঃ ১. আদ্য ‘অ’, ২. মধ্য ‘অ’ এবং ৩. অন্ত ‘অ’।

আর পড়ুনঃ রিজাইন লেটার

লেখকের মন্তব্য

আমরা এতক্ষণ জানলাম অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা বাংলা অ ধ্বনির উচ্চারণ। এই বিষয় যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা প্রত্যেকের কমেন্টে রিভিউ করি। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন কারণ আমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি আপডেট করে থাকি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous March 21, 2024 at 8:20 PM

    ধন্যবাদ নতুন তথ্যর জন্য

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url