রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদনপত্র খুঁজছেন? আপনি কি জানেন না কিভাবে রিজাইন লেটার গার্মেন্টেস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লিখতে হয়। আমি এই নিবন্ধনটির মাধ্যমে একটি রিজাইন লেটার গার্মেন্টসে চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্রের নমুনা তুলে ধরেছি।
রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র
আপনি নিম্নলিখিত নিয়মগুলো অনুসরণ করে এবং একটি রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্রের নমুনাও তুলে ধরেছে।

সূচিপত্রঃ রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

ইভিভিটিভি

পত্র লিখন সম্পর্কিত প্রাথমিক আলোচনা

’পত্র’ অর্থ চিঠি বা লিপি। মানুষ তার ভাব বিনিময় এবং সংবাদ আদান-প্রদানের জন্য সুপ্রাচীন কাল থেকে যে মাধ্যমটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবহার করে আসছে তা হচ্ছে ’পত্র’। আধুনিক যন্ত্র সভ্যতার যুগের টেলিফোন বেতার টেলিভিশন সংবাদ পৌঁছানো ও ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে গড়ে উঠেছে অতি সম্প্রতি কম্পিউটার প্রযুক্তির মাধ্যম

ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা যুগান্তকারী ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু পত্র লেখার প্রয়োজনীয়তা এর পরও একেবারে ফুরিয়ে যায়নি। ডাক বিভাগ পত্র যোগাযোগ এর জন্য বাংলাদেশে ব্যবহৃত সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
আমরা পূর্বেই বলেছি সুপ্রাচীন কাল থেকে মানুষ সংবাদ বিনিময়ে আদান-প্রদান ও ভাব বিনিময়ের জন্য চিঠিপত্রের ব্যবহার করে আসছে। বাংলা ভাষার মধ্যযুগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ১৫৫৫ খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নারায়ণ আহাম স্বর্গদেবকে যে পত্র লিখেছিলেন তা এখন পর্যন্ত প্রাপ্ত বাঙালি গদ্যের প্রাচীনপত্রের নমুনা। সে যুগের রাজা বাদশারা আজকের দিনের মত পত্রকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতেন।
যেমন-

” লেখক নং কার্যাষ্ণ। এথা আমার কুশল। তোমার কুশল নিরন্তরে ব্যঞ্জনা করি। এখন তোমার আমার সন্তোষ সম্পাদক পাত্র-প্রীত্রী গতায়তো হইলে উপায়ানো কুল পিতির বীজ অঙ্কুরিত হইতে রহে। তোমার আমার কর্তব্যে এসে বর্ধিত পাই পুষ্পিত ফলিত হইবেক। আমরা উদ্যেগতে আছি। তোমাকে এই গোটা কর্তব্য উচিত হয়। না কর তাকে আপনি জান। অধিক কি লেখেম।”

পত্রে যদি সুখ লিখিত হয় তাহলে তা সাহিত্যিক মর্যাদা পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র এমনই একটি দৃষ্টান্ত। ইংরেজি রোমান্টিক কবি কিট্স এর-প্রেমিকাকে লেখা পত্রগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। পত্র কারের কেউ কেউ উপন্যাস ও লিখে থাকেন।

যেমনঃ ইংরেজি সাহিত্য টিচার্সনের পহেলা এমনই একটা রচনা। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রী পত্র নামে পত্রকারীর একটি ছোট গল্প লিখেছেন-যা বিশ্ব সাহিত্যের মর্যাদা লাভ করেছে। ব্যক্তিগত প্রয়োজনে মানুষ যেসব পত্র লিখে তাকে তা বিভিন্ন রকমের হতে পারে। নিম্নলিখিত গুলোর প্রধান।
  1. ব্যক্তিগত পত্র
  2. আবেদনপত্র বা দরখাস্ত
  3. ব্যবসা--বাণিজ্য সংক্রান্ত পত্র
  4. নিমন্ত্রণ পত্র
  5. পত্রিকায় প্রকাশযোগী পত্র
  6. স্মারকলিপি
  7. সাহিত্যক পত্র

আবেদনপত্র

ছুটি প্রার্থনা করে অথবা কোন কাজ করার জন্য কিংবা কোন চাকরি থেকে অব্যাহত বা রিজাইন করার জন্য যে আবেদন করা হয় তাকে ছুটির বা কোন কাজের বা চাকরি থেকে এলিজাইনের আবেদন পত্র বা দরখাস্ত বলা হয়। এই আবেদনের বিশেষ প্রয়োজনীয় বক্তব্যটুকুই কেবল উপস্থাপন করা হয়।

কোন কারণ ছাড়া বিশেষ কারণে লিখলে যথাযথ আবেদন পত্রটি গৃহীত হয়। কোন চাকরি থেকে অব্যাহতি বা ডিজাইন করার জন্য অবশ্যই যথেষ্ট কারণ থাকতে হবে। সেই সকল কারণ তুলে ধরতে হবে। সঠিকভাবে তুলে ধরতে পারলে আপনার আবেদনটি গৃহীত হবে।

রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।

রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এ সকল নিয়ম না জানেন তাহলে আপনি সুন্দরভাবে রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতের জন্য আবেদনপত্র ভালোভাবে লিখতে পারবেন না। চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার জন্য অবশ্যই ভালোভাবে সাজিয়ে লিখতে হয়।

প্রথমেই আপনাকে তারিখ লিখতে হবে। এরপর বরাবর লিখতে হবে এরপর পরিচালক লিখতে হবে। এরপর কোম্পানির নাম লিখতে হবে এবং নিচে ঠিকানা দিতে হবে। এরপর আপনাকে সুন্দর একটি বিষয় তুলে ধরতে হবে। এরপর আপনার মূল কথা লিখতে হবে। মূল কথা লেখার আগে অবশ্যই আপনাকে তাদেরকে সম্মান জানাতে হবে এবং তাদেরকে বিনীতভাবে নিবেদন করতে হবে।

আপনি কত তারিখে যোগদান করেছিলেন সেটি উল্লেখ করতে হবে। আপনি যদি নির্দিষ্ট সময় মনে না থাকে তাহলে আপনি যে কোন একটি সময় দিতে পারেন। আপনি যে তারিখ থেকে পদত্যাগ করতে চান সে তার একটি দিবেন। এরপর সর্বশেষ তাদেরকে অনুরোধ করবেন যেন তারা আপনার আবেদনটি গ্রহণ করে। এরপর লেখা শেষ হলে নিচে নিবেদক নাম আপনার আইডি নাম্বার, পদবী, মোবাইল নাম্বার, কোম্পানির নাম এবং ঠিকানা এরপর স্বাক্ষর দিবেন।

রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র নমুনা

আপনি নিম্নলিখিত রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র নমুনাটি ব্যবহার করতে পারেন। আপনি যদি উপরোক্ত বিষয়টি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনি নিম্নলিখিত দেখে আপনি আপনার মনের মতন করে একটি রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লিখতে পারেন।

বরাবর

পরিচালক

ইভান গার্মেস্ট লিঃ

মিরপুর, ঢাকা

মাধ্যমঃ কতৃপক্ষ

বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির আবেদন।

মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কোম্পানিতে দীর্ঘ কয়েক বছর যাবত ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি ২০-০৩-২০২৪ খ্রিঃ তারিখে আপনার ইভান গার্মেন্টস লিঃ ম্যানেজার পোস্টে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০৪-০৩-২০২৫ ইং তারিখ হতে আমার চাকরি করা সম্ভব নয়। আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, আমার যদি কোন মজুরি বাকি থাকে তাহলে মজুরির দাবি রেখে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট অকুল আবেদন, অনুগ্রহপূর্বক ০৪-০৩-২০২৫ খ্রিঃ তারিখ হতে আমায় মজুরি যদি থাকে আমার মজুরি পরিশোধ করবেন এবং আমার অব্যাহত দিয়ে বাধিত করলে কৃতজ্ঞতা প্রকাশে বাধ্য থাকব।

তারিখঃ ০১-০২-২০২৫

নামঃ ইমন

আইডিঃ ২০২১০

পদবিঃ ম্যানেজার

মোবাইলঃ ০১৭৯৪৮৭৬৭৪৯৪৪

ইভান গার্মেন্টস লিঃ

মিরপুর ঢাকা

স্বক্ষর

রিজাইন লেটার চাকরি হতে অব্যাহতি ( ইংরেজি )

Resignation letter

January 5, 2025
Carly Ferris
Department Head
Sale, Court indutries
403 Byers Lane Sacramento, CA 94260
+246-720-3475

To MS, Ferris

Kindly accept this letter as my formal resignation essay staff member of Salem Court industries, My last day is expected to be on january 19,2025 two weeks from tody.

I am incerdibly grateful for the opportunitis that I have been given in this post. I value the insights that I have learned, and I accept them to help me in my future endeavors. I old also like to thank you for being supportive of my professional growth. I have enjoyed working with you and the rest of the team.

Let me know how can help in making the transmission of responsibilities as semliess as possible for everyone involved. Thank you.

Best wish,

Signature

Herman Adelphi

আমাদের শেষ কথা

আমরা তখন আলোচনা করলাম আমরা দেখলাম রিজাইন লেটার গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় তার নমুনা এবং আবেদনপত্র লেখার কিছু নিয়ম এবং আবেদনপত্র কি তার বিস্তারিত। আপনি যদি এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটির প্রয়োজন ভিজিট করুন। এ বিষয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা পদ্ধতির কমেন্ট রিভিউ করি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
4 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous March 19, 2024 at 4:22 PM

    ধন্যবাদ অনেক সুন্দর তথ্য

    • Rubel
      Rubel May 20, 2024 at 12:38 PM

      ধন্যবাদ

    • EVVTV ✅
      EVVTV ✅ October 11, 2024 at 10:03 AM

      ধন্যবাদ

  • Rubel
    Rubel June 3, 2024 at 12:52 PM

    রিজাইন লেটার

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url