ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে - ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝ
আপনি কি ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝায় অথবা ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও এরকম প্রশ্নের মধ্যে পড়েছেন। আপনি যদি এরকম প্রশ্ন খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন নিচে এর যথার্থ উত্তর দেয়া হয়েছে।
নিম্নলিখিত উত্তরটি ভালোভাবে পড়লে ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারবেন।
সূচিপত্রঃব্যাষ্টিক অর্থনীতি কাকে বলে - ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ
উত্তর: অধ্যাপক র্যাগনার ফ্রিশ ১৯৩৩ সালে সর্বপ্রথম অর্থনীতিতে Micro ও Macro শব্দ দুটিকে ব্যবহার করেন। সূচনা লগ্নে অর্থনীতির কোন শাখা প্রশাখার অস্তিত্ব ছিলনা। কিন্তু ১৯৩৬ সালে ফ্রেইনস তার বিখ্যাত গ্রন্থে ‘The General Theory of Employment, Interest and Money' প্রকাশের পর থেকে অর্থনৈতিক বিষয়গুলো কে ব্যাষ্টিক ও সমষ্টিক এই দুই খাতে প্রবাহিত করা হয়।
আরো পড়ুনঃ সহজে ব্যাংক লোন পাওয়ার উপায় জানুন
ব্যাষ্টিক অর্থনীতি: ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ Micro । প্রাচীন গ্রিক শব্দ Mikros হতে Micro শব্দটির উৎপত্তি। আভিধানিক অর্থে (Micro) শব্দটির অর্থ হলো ক্ষুদ্র। তাই উৎপত্তিগতভাবে ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনৈতি শাস্ত্রের ওই অংশ যেখানে কোন ক্ষুদ্র গোষ্ঠী, ফার্ম ইত্যাদি রয়েছে। সুতরাং, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি বলা হয়।
ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্রত্বের দিক আলোচনা করা হয়। অর্থনীতির এ শাখায় ভোক্তা উৎপাদক ও শিল্পের ভারসাম্য পরিচালনা করা হয়। এছাড়াও ব্যষ্টিক অর্থনীতি বিভিন্ন উপকরণের মূল্য নির্ধারণ এবং সম্পদ ও উৎপাদিত পণ্যের বন্টনের সমন্বয়ে সামাজিক কল্যাণের বিষয়টি তুলে ধরে। অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
অর্থনীতিবিদ হেন্ডারসন এবং কুয়ান্ডট এর মতে “ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা।
অর্থনীতিবিদ বোল্ডিং এর মতে, “ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, এক একটি পরিবার, প্রত্যেকটি দ্রব্যের দাম, মজুরি, আয়, প্রত্যেকটি শিল্প এবং প্রত্যেকটি দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে।”
অধ্যাপক Gardner Ackley ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা এভাবে দিয়েছেন: ”Micro economics with the division of total output among industries, products an d firm's and the allocation of resources among competing groups. It considers problems of income distibutuon. Its interest is in relative prices of particular goods and Sevices"
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ব্যষ্টিক অর্থনীতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করা হয় না বরং ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষের অর্থনৈতিক কার্যকলাপ একইভাবে বা পৃথকভাবে আলোচনা করাই হলো অর্থনীতির মূল লক্ষ্য। সুতরাং, যে অর্থনীতিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সমন্বয়ের পৃথকভাবে আলোচনা করা হয় তাকেই বেস্ট অর্থনীতি বলে।
লেখকের মন্তব্য
আপনি যদি উপরোক্ত এই উত্তরটি লেখেন তাহলে আপনি সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবেন। উপরোক্ত এই উত্তরটি জাতীয় বিশ্ববিদ্যালয় দিকদর্শন প্রকাশনা লি থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি যদি আরও অন্য কোন বিষয়ে উত্তর পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন।
আরো পড়ুনঃ অনলাইনে মামলা দেখার উপায়
আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের কাছে সহপাঠীদের কাছে শেয়ার করুন যাতে করে তারাও পড়ে উপকৃত হতে পারে। যাদের বই নেই তারাও যাতে করে এই বিষয়টি শিখতে পারে। এই উত্তরটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে কোন প্রকার আর্থিক লেনদেনীর জন্য নয়।
ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url