বাংলা আর্টিকেল লিখে আয় প্রতিমাসে ৮০০০ টাকা
আপনি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগ দিন এবং মাসে ইনকাম করুন ৮,০০০৳। আমরা আপনাকে জানাবো এবং শিখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে আর্টিকেল লিখবেন। এবং শিখে তারপর আমরাই আপনাকে কাজ দেবো। এই অফারটিতে আবেদন করার আগে অবশ্যই নিচের বিস্তারিত দেওয়া আছে সেগুলি পড়ে নিবেন।
আর্টিকেল লিখে আয় বিকাশ পেমেন্ট নিবেন যেভাবে
প্রথমেই দেখে নিন কিভাবে আপনি বাংলা আর্টিকেল লিখে কিভাবে আয় করবেন। কাজের ডেমো বিস্তারিত দেখতে এখানে টাইপ করুন। ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আর্টিকেল লেখার পুরো প্রসেস বা বিষয়গুলি ভালোভাবে জানতে পারবেন।
কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবো?
কিভাবে আর্টিকেল লিখে ইনকাম করবেন সে বিষয়ে আমরা আপনাকে প্রথমে একটি ছোট কোর্সের মাধ্যমে শিখায় দিব। এরপর আপনি যদি আমাদের কথা অনুযায়ী কাজ করেন তাহলে আমরা আপনাকে নিয়োগ দিবো ইভিভিটিভিতে। আমরা আপনাকে আর্টিকেল লেখার সমস্ত নিয়ম শিখায় দিব। এবং কোথায় লিখবেন কিভাবে লিখবেন কিভাবে জমা দিবেন ”SEO টিপস” সকল বিষয়। এক কথাই আমরা আপনাকে কাজ শিখিয়ে ১০০% দক্ষ করে তুলবো। এরপর আমরা নিয়োগ দিবো।
বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে কত টাকা আয় হবে এবং কোর্স ফি কত?
আপনি যদি ইভিভিটিভিতে বাংলা রাইটার হিসেবে নিয়োগ পান তাহলে প্রথম মাসে আপনাকে ২,৫০০/- প্রদান করা হবে। এবং এরপর দক্ষতা অনুযায়ী আপনার মাসিক বেতন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং সর্বোচ্চ আপনি ৮,০০০/- পেতে সক্ষম হবেন। পেমেন্ট মেথড মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ। আমরা আপনাকে যে কোর্সটি প্রদান করব এই কোর্সটি ৭ দিনের। ৭ দিনের কোর্স ট্রেনিং ফি ২,৫০০ টাকা যা অফেরতযোগ্য।
আর্টিকেল লিখে আয় করার কোর্স কিভাবে করানো হবে?
আর্টিকেল লিখে ও সাইটে জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে ইভিভিটিভি সাইটে আপলোড করা ভিডিওর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। যে কেউ চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সুবিধা মত প্রশিক্ষণ নিতে পারবে।
ইভিভিটিভি কোর্সটি যেহেতু ৭ দিনের এই জন্য ৭ দিনের মধ্যে শেখানো হবে কিভাবে পোস্ট লিখতে হয় পোস্ট লেখার নিয়ম কানুন, কিভাবে পোস্ট জমা দিবেন আমাদের ওয়েবসাইটে তার বিস্তারিত। আপনি প্রতিদিন ইচ্ছা মতন সময় দিয়ে এই কোর্সটির ৭ দিনে সম্পূর্ণ করতে পারেন। (অনেকেই মাত্র কয়েক দিনেই সম্পন্ন করেন)
কোর্স শেষে কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করব?
এই অনলাইন কোর্সটি সফল ভাবে সম্পূর্ণ করার পর আপনি “ফ্রিল্যান্স বাংলা পোস্ট রাইটার” হিসেবে ইভিভিটিভিতে কাজ করার সুযোগ পাবেন। আপনাকে প্রতি সপ্তাহে (৭ দিনে) ১৪ টি পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে হবে। কোন বিষয়ে পোস্টে লিখবেন তা ইভিভিটিভি থেকে জানিয়ে দেয়া হবে। এছাড়া ইভিভিটিভি নীতিমালা মেনে ইচ্ছামত বিষয়েও পোস্ট লিখতে পারবেন।
প্রতি সপ্তাহে দুইদিন ছুটি থাকবে শুক্রবার এবং রবিবার। অফিসে এসে কাজ করার ঝামেলা নেই। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যেকোনো সময়ে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পোস্ট লিখে ওয়েবসাইটে জমা দিতে পারবেন।
৭ দিনের অনলাইন কোর্স সম্পূর্ণ করার পর সময় মতন কাজ না করলে চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং কোর্স ফি ফেরত দেওয়া হবে না। তবুও পরবর্তীতে নতুন করে আবেদন করে আবারও সুযোগ পেতে পারেন।
এলিট রাইটার টিম কি?
৳২,০০০/- টাকা থেকে ৳৫,০০০/- টাকা মাসিক বেতন স্কেলের আর্টিকেল রাইটার টিমকে জেনারেল টিম বলে। এবং ৳৫,০০০ /- টাকা থেকে ৳৮,০০০/- টাকা মাসিক বেতনের স্কেলের আর্টিকেল রাইটার টিম কে এলিট রাইটার টিম বলে। প্রথম আবস্থায় সবাইকে জেনারেল টিমে রাখা হয় এর পর ইভিটিভি সকল শর্তপূরণ করে ভাল কাজ দেখাতে পারলেই জেনারেল রাইটার টিমকে এলিট রাইটার টিমে ট্রান্সফার করা হয়।
জেনারেল রাইটার টিম
- মাসিক বেতন: ৳২,০০০ /- টাকা থেকে ৳৫,০০০ /- টাকা।
- ৭ দিনে ১৪টি পোষ্ট জমা দিতে হবে।
- প্রতিটি পোস্টে সর্বনিম্ন ১,০০০ শব্দ থাকতে হবে।
- ৩০ দিনের ৬০টি পোস্ট জমা দিলে বেতন প্রদান করা হয়।
এলিট রাইটার টিম
- মাসিক বেতন: ৳৫,০০০ /- টাকা থেকে ৳৮,০০০ টাকা।
- ৩০ দিনে ৩০টি পোস্ট জামা দিলে বেতন প্রদান করা হয়।
- প্রতিদিন ১টি করে পোস্ট জমা দিতে হয়।
- প্রতিটি পোস্টে সর্বনিম্ন ৩০০০ শব্দ থাকতে হবে। (বাংলা আর্টিকেল হাতে না লিখে কিভাবে মুখে কথা বলে টাইপিং করবেন তার বিস্তারিত শিখিয়ে দেয়া হবে)
বাংলা আর্টিকেল লিখে আয় করার কোর্সে আবেদনের যোগ্যতা কি কি।
আপনার যদি নিম্নের সব কয়টি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন।
- আপনার একটি স্মার্টফোন, ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে।
- লেখালেখির ইচ্ছে থাকতে হবে।
- ইংরেজি লেখা বা ভিডিও দেখে তা বোঝার সামর্থ্য থাকতে হবে।
- Whatsapp ও facebook ব্যবহারকারী হতে হবে।
- এই ভিডিওটি দেখে বা পোষ্ট সিদ্ধান্ত নিন আপনি এ ধরনের প্রশিক্ষণ নেওয়ার পর কাজ করতে পারবেন কিনা।
বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য কোর্স ফি কিভাবে প্রদান করব।
বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনি কোর্স ফি প্রদান করতে পারবেন। প্রথমে আপনাকে আবেদন ফরমটি পূরণ করে জমা দিতে হবে এরপর কোর্স ফি জমা নেওয়ার ব্যাপারে আমারা আপনার সঙ্গে যোগাযোগ করব।
ইভিভিটিভি যোগাযোগ ঠিকানা
ইভিভিটিভি এডমিন ইভিভিটিভির ওয়েবসাইটের যেকোনো তথ্য ইচ্ছে মতন পরিবর্তন করার ক্ষমতা রাখেন।
ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url